তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী মাসের মাঝামাঝিতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথমে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)।
সিরিজ খেলতে আগামী ১৫ অক্টোবর ঢাকায় পৌঁছার কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে- ১৮, ২০ ও ২৩ অক্টোবর।
২৪ অক্টোবর ঢাকা থেকে চট্টগ্রামে যাবে দুই দল। সেখানে ২৬, ২৮ ও ৩১ অক্টোবর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১ নভেম্বর বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই হতে পারে বাংলাদেশ দলের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ। ফলে স্বাভাবিকভাবেই সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ লড়াইয়ের অভিজ্ঞতা অবশ্য ভালো। ২০২৪ সালের ডিসেম্বর-জানুয়ারীতে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ দল। সেই যাত্রায় টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের ৩-০তে হারিয়েছিল বাংলাদেশ।