ক্ষমা চাইলেন লিটন

Featured Image
PC Timer Logo
Main Logo

এশিয়া কাপের ফাইনালে উঠতে না পারায় সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। বলেছেন, সমর্থকদের শিগগিরই ভালো কিছু দিতে পারবে তার দল।

এশিয়া কাপের সুপার ফোর থেকে বাদ পরেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে হংকং ও আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলংকাকে উড়িয়ে দেয় বাংলাদেশ। পরে ভারতের বিপক্ষে হেরে বড় ব্যবধানে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য ছিল অলিখিত সেমিফাইনাল, জিতলেই ফাইনাল। দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ১৩৫ রাানে আটকে দিয়েও পরে ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ।

চোটের কারণে লিটন দাস খেলতে পারেননি ভারত ও পাকিস্তানের বিপক্ষে। লিটনের অনুপস্থিতিও ভুগিয়েছে বাংলাদেশকে। সব মিলিয়ে এমন বিদায়ে নিশ্চিত ভাবেই হতাশ লিটন।

নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। লিটন লিখেছেন, ‘এশিয়া কাপ ২০২৫–এ আমরা দল হিসেবে নিজেদের সেরাটা দিয়েছি। ফাইনালে খেলা এবং জেতা ছিল আমাদের মূল্য লক্ষ্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা তা অর্জন করতে পারিনি। দল হিসেবে আমরা বাংলাদেশের সব অনুরাগী সমর্থকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’

লিটন চোটের কারণে এশিয়া কাপের দুই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি। খেলতে পারবেন না আসন্ন আফগানিস্তান সিরিজেও। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘ব্যক্তিগতভাবে, চোটের কারণে শেষ দুটি ম্যাচে খেলতে না পারাটা ছিল ভীষণ কষ্টের। একই কারণে আসন্ন আফগানিস্তান সিরিজেও অংশ নিতে পারব না। সুস্থ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু পারিনি—এটা আমাকে অনেক দিন কষ্ট দেবে।’

সমর্থকদের ধন্যবাদ দিয়ে সেই সঙ্গে এটাও বলেছেন, এমন সমর্থনের প্রতিদান দিবে তার দল, ‘সবার শেষে, টুর্নামেন্টজুড়ে আপনাদের যে বিপুল সমর্থন পেয়েছি, তার জন্য প্রতিটি সমর্থককে জানাই আন্তরিক ধন্যবাদ। খেলোয়াড় হিসেবে আমরা সত্যিই সৌভাগ্যবান; কারণ, আমাদের আছে বিশ্বের সেরা সমর্থক। আশা করি, দ্রুতই আপনাদের প্রাপ্যটা আমরা ফিরিয়ে দিতে পারব।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।