কাজলের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন ঋতুপর্ণা

Featured Image
PC Timer Logo
Main Logo

এন্টারটেইনমেন্ট ডেস্ক: টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত কখন, কোথায় থাকেন তা বলা খুব কঠিন। কিছু দিন আগে বিদেশে ছিলেন। সেখান থেকে ফিরে পর স্বামী সঞ্জয় এবং ছেলেকে নিয়ে কলকাতার কয়েকটা পূজামণ্ডপে ঘুরলেন। এরমধ্যেই আবার মুম্বাইয়ে মুখোপাধ্যায়দের দুর্গা পূজার সিঁদুর খেলায়ও যোগ দিলেন। বলিউড অভিনেত্রী কাজলের সঙ্গে তার সিঁদুর খেলার ভিডিও ছড়িয়ে পড়েছে চারিদিকে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) মুম্বাই থেকে কলকাতায় ফিরেছেন তিনি। ফিরে এসে কলকাতার সুরুচি সংঘের প্রতিমা দেখার ইচ্ছা রয়েছে তার।

এ প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ‘মুম্বাইয়ের শিবাজী পার্কসহ বেশ কিছু মণ্ডপে আমন্ত্রণ ছিল, গিয়েছিলাম। তারপর একটু সময় হাতে পেয়েই গিয়েছিলাম রানিদের (মুখোপাধ্যায়) পূজায়। ওরা সবাই আমাকে ভালবাসে। বারবার যেতে বলেছিল। একটু সিঁদুর খেলে এলাম।’

অভিনেত্রী জানিয়েছেন, স্বামী সঞ্জয়ও সুযোগ পেয়ে পূজার কয়েকটা দিন কলকাতায় আছেন। তাই এখানে অনেক জায়গায় ঘুরেছেন। মুম্বাই থেকে ফিরে কলকাতার আরও অনেক মণ্ডপে যাওয়ার ইচ্ছা রয়েছে তার। পূজা শেষ হলেই আবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন তিনি। সেখানে রয়েছে আরেকটা অনুষ্ঠান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।