সাইফ হাসান নাম কুড়িয়েছেন গত এশিয়া কাপে। শ্রীলংকা ও ভারতের বিপক্ষে দুর্দান্ত দুটি হাফ সেঞ্চুরি করে নিজের বদলে যাওয়ার বার্তা দিয়েছিলেন। গতকাল আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচে সেই ধারাটা অব্যাহত রাখলেন সাইফ। আফগান বোলিং আক্রমণের সামনে ৩২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে ৩৮ বলে খেলেছেন অপরাজিত ৬৪ রানের ইনিংস। এই ইনিংস খেলতে সাইফ ছক্কা মেরেছেন ৭টি।
ম্যাচ শেষে বাংলাদেশের তরুণ তারকা বললেন, গত এক-দুই বছর ধরে এভাবেই খেলছি। একটা সময় সাইফ হাসানের পরিচয় ছিল টেস্ট ব্যাটার হিসেবে। সেটাও বেশিদিন আগের কথা নয়। বিপিএলেও দল পেতেন না। সেই সাইফ নিজেকে বদলে ফেলেছেন অমুল। কেতাবী ঢংয়ে ব্যাটে ঝড় তুলছেন নিয়মিত।
সাইফ ঝড়ে আফগানিস্তানকে কাল সহজেই হারিয়েছে বাংলাদেশ। আগে বোলিং করে আফগানদের ১৪৩ রানেই আটকে রাখে বাংলাদেশ। পরে সাইফ ঝড়ে ম্যাচ জিতেছে ১২ বল হাতে রেখেই। ম্যাচসেরার পুরস্কারটাও তার হাতেই উঠেছে।
ম্যাচ শেষে সাইফ বলছিলেন, ‘গত এক-দুই বছর ধরে আমি এভাবেই খেলছি। আমি শুধু ব্যাটিংটা উপভোগ করছি, ব্যস এতটুকুই।’
এশিয়া কাপ থেকে আফগানিস্তান সিরিজ, সর্বশেষ ৭ ইনিংসে সাইফ ছক্কা মেরেছেন ২১টি। বাংলাদেশি একজন ব্যাটারের জন্য এই পরিসংখ্যান রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার জন্য।
সাইফ নিজের অর্জনে নয় খুশি দলের জয়ে অবদান রাখতে পেরেই। বলেছেন, ‘দলের জন্য অবদান রাখতে পেরে আমি খুশি। এটি আমাদের জন্য দারুণ একটি সিরিজ ছিল। আশা করছি, আমরা এই ধারাটা বজায় রাখতে পারব।’
নিয়মিত অধিনায়ক লিটন দাস ইনজুরিতে থাকায় সাইফ আফগানিস্তান সিরিজে ব্যাট করেছেন তিন নম্বর পজিশনে। তিনেই তার বাজিমাত। সাইফ জানতেন তিনি তিনেই খেলবেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাটিং পজিশন। আগের টুর্নামেন্টে আমি ওপেনিংয়ে খেলেছিলাম। কিন্তু এই সিরিজের আগে কোচ ফিল সিমন্স আমাকে স্পষ্ট পরিকল্পনা জানিয়ে দেন— আমি তিন নম্বরে ব্যাট করব। সেই অনুযায়ী আমি প্রস্তুতি নিয়েছি।’