
প্রতীকী ছবি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে শরিফা আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে।সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ধর্মপাশা উপজেলা আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
নিহত শরিফা আক্তার উপজেলার কান্দাপাড়া গ্রামের হেকিম মির্জার ছেলে মো. আখতার হোসেনের (৪০) স্ত্রী। তার তিন বছর বয়সি একটি মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শরিফা আক্তার আদালত প্রাঙ্গণে অবস্থান করছিলেন। এ সময় আখতার হোসেন পেছন থেকে এসে শরিফার পিঠে ছুরি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ধর্মপাশা সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়া হলে চিকিৎসক শরিফাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ঘাতক আখতার হোসেন পালানোর চেষ্টা করলে জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
ধর্মপাশা থানার ওসি মো. এনামুল হক যুগান্তরকে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে পূর্ব বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে।