‘দেশের ক্রিকেট উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই’

Featured Image
PC Timer Logo
Main Logo

বিনা প্রতিদ্বন্দ্বীতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। প্রথমে আজ বিসিবির পরিচালনা পর্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পরে নির্বাচিত ২৫ পরিচালকের সম্মতিতে সভাপতি হয়েছেন বুলবুল।

নির্বাচিত হওয়ার পর প্রথম দিনেই বিসিবির নতুন সভাপতির ঘোষণা, কাজ করতে চান সকলকে নিয়ে। বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চান, বলেছেন বুলবুল।

‘সকলকে নিয়ে কাজ করতে চাই’ বুলবুলের এই কথার কারণ আছে। নির্বাচনের কয়েক দিন আগে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন তামিম ইকবালসহ তার প্যানেলের ১৫জন। সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগ তুলে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন তামিমদের প্যানেল। সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথম দিনেই সেদিকে ইঙ্গীত বুলবুলের।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বুলবুল বলেছেন, ‘শুরুতে একটা ঘোষণা দিতে চাই, আমরা সকলে দেশের ক্রিকেটে উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই। কে বোর্ডে আছে, কে নেই; এটা বিবেচনা না করে সকল অংশীদারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাব। দেশের ক্রিকেট এগিয়ে নিতে প্রয়োজনে আমরা তাদের কাছে যাবো। নির্বাচনের আগে সব দেশে, সব জায়গায়, সব সেক্টরে কিছু বিতর্ক হয়। আমরা বিশ্বাস করি, গঠনতন্ত্রের মধ্যে থেকে নির্বাচন করেছি।’

দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করাই লক্ষ্য বলেছেন বুলবুল, ‘বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গেছি। অল্প সময়ের জন্য এসে যখন ছোট ছোট কাজ করতে শুরু করলাম, সাফল্যগুলো দেখতে পেলাম, সেই সাফল্য দেখার লোভ ছাড়তে পারিনি। দেশকে সেবা দেওয়ার লোভে আমি থেকে গিয়েছি।’

বিসিবির নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। ফারুক বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই, দেশের ক্রিকেট এগিয়ে নেওয়া। মাঝখানে ছোট খাটো বিষয় থাকবে, তা মানিয়ে নিতে হবে। এবার বোর্ডটা বড়। এর আগে আমি বা আমিনুল যে বোর্ড নিয়ে কাজ করেছে, তা ছোট ছিল। অনেককে তিন-চারটা কমিটির দায়িত্ব সামলাতে হয়েছে, যা খুব কঠিন ছিল। আশা করি, সবাই মিলে কাজ করলে পূর্ণাঙ্গ বোর্ড ভালো কাজ করবে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।