
বিভিন্ন পক্ষের ‘আপত্তি’র মুখে দুটি ভিন্ন ভেন্যুতে স্থগিত হয়েছে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর ‘শরৎ উৎসব ১৪৩২’। প্রতিবছরের মতো এবারও আজ (১০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় উৎসবটি আয়োজনের প্রাথমিক পরিকল্পনা ছিল। তবে আয়োজকদের একজন ‘ফ্যাসিবাদের দোসর’—এমন একটি অভিযোগের পর ‘বিশৃঙ্খলা এড়াতে’ গতকাল সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেয় অনুষদ কর্তৃপক্ষ।
পরে বিকল্প হিসেবে গেন্ডারিয়ার কচিকাঁচার মেলার প্রাঙ্গণে উৎসবের ব্যবস্থা করা হলেও সেখানে ‘বিশৃঙ্খলার আশঙ্কায় পুলিশ আয়োজন স্থগিত করে দেয়’ বলে জানান আয়োজকরা। পরে অনুষ্ঠান না হলেও আয়োজক ও অংশগ্রহণকারীরা ফরিদা ইয়াসমিনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠান বাতিলের প্রতিবাদ জানান।
আয়োজনের বিষয়ে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল সন্ধ্যা ৬টার সময় জানিয়েছে, এখানে আয়োজন করা যাবে না, ‘গোলযোগ’ হওয়ার আশঙ্কা আছে। আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ ছিল। বাধ্য হয়ে আমরা চারুকলা থেকে চলে আসি গেন্ডারিয়ায় কচিকাঁচার মেলার মাঠে। সেখানেও দেখি পুলিশের ঝামেলা সকালে। এখানে এরকম বলা হয়েছে—নিষিদ্ধ ঘোষিত কোনো দলের সমাবেশ নাকি সভা আছে এখানে।
তিনি আরও বলেন, প্রকৃতির মধ্যে আওয়ামী লীগ-বিএনপি-জামায়াত কিছু নাই। প্রকৃতি আসে প্রকৃতি যায়। আমরা প্রকৃতির বন্দনা নিয়ে কাজ করি। এরকম বিষয়টা বন্ধ করে কার লাভ হল, আমি জানি না।
ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, প্রায় ১৯ বছর ধরে চলা এই শরৎ উৎসব কোনো রাজনৈতিক আয়োজন নয়। ভুঁইফোড় অনেক সংগঠন এসব আয়োজনকে কুক্ষিগত করতেই নানান ষড়যন্ত্র করছে। তবে প্রকৃতি নিজের নিয়মেই তাদের জবাব দেবে।
এ ছাড়া চারুকলার ডিন প্রফেসর আজহারুল ইসলাম বলেন, অনুষ্ঠানটি নিয়ে অনেকের আপত্তি ছিল। শিক্ষার্থীদের বিভিন্ন পক্ষ থেকেও আপত্তি এসেছে। তাই অনুষ্ঠানটি না করার অনুরোধ জানানো হয়েছে।