বিশাল হারের পর মিরাজ বললেন— আমাদের সহজেই জেতা উচিত ছিল

Featured Image
PC Timer Logo
Main Logo

দারুণ বোলিংয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আফগানিস্তানকে ১৯০ রানেই গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। ওয়ানডেতে এই রান তাড়া করা কঠিন কিছু নয়। তবুও বাংলাদেশ মাত্র ১০৯ রানে গুটিয়ে গিয়ে ম্যাচটা হেরেছে ৮১ রানে!

৯৯ রানে পঞ্চম উইকেট হারানো বাংলাদেশ গুটিয়ে গেছে ১০৯ রানে। ২২.৩ থেকে ২৩ ওভার পর্যন্ত এই ৯ বলে কোনো রান না করে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। বারবার বাজে শট খেলে আউট হয়েছেন বাংলাদেশি ব্যাটাররা।

ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই হতাশা ফুটে উঠল বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজের কণ্ঠে। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, এই ম্যাচটা সহজেই জেতা উচিত ছিল তাদের।

ম্যাচ শেষে মিরাজ বলেছেন, ‘এই রান তাড়া করে সহজেই জেতা উচিত ছিল। আমরা খুব বাজে ব্যাটিং করেছি।’

ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারার পর ব্যাটারদের প্রতি মিরাজের বার্তা উন্নতি করতেই হবে, ‘আমি ব্যাটসম্যানদের উন্নতির বার্তা দেব। যদি ওয়ানডেতে রান না করি, তাহলে টিকতে পারব না। কিন্তু ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে।’

টপ অর্ডার থেকে বড় জুটি চান মিরাজ। বলেছেন গত ম্যাচে টপ অর্ডারে একটা জুটি হলে ম্যাচের ফল অন্যরকমও হতে পারত, ‘আমি শুধু একটা জিনিস বলেছি, টপ অর্ডারে জুটি লাগবে। যদি ৩০-৪০ রানের জুটিও পেতাম, দৃশ্যপটটা হয়তো ভিন্ন হতো। কিন্তু আমরা করতে পারিনি। কোনো ব্যাটসম্যানই দায়িত্বটা নিচ্ছে না, এটাই সমস্যা।’

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটাও জিতেছে আফগানিস্তান। অর্থাৎ সিরিজ জয় নিশ্চিত করেছে আফগানিস্তান। এ নিয়ে আফগানদের বিপক্ষে টানা তিন সিরিজ হারল বাংলাদেশ।

এই সিরিজে আরও এক ম্যাচ বাকি। এরপর ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আপাতত সেদিকে নজর মিরাজের, ‘আমরা খুবই হতাশ এখন। কিন্তু আমাদের একটা ম্যাচ হাতে আছে। এটার পর আরও একটা সিরিজ আছে (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)। আমাদের ভাবতে হবে কীভাবে ভালোভাবে ফিরে আসা যায়।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।