বাসরঘরে ডাকাতের হানা, স্বর্ণালঙ্কার লুট – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



চট্টগ্রামের কর্ণফুলীতে নববিবাহিত এক দম্পতির বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ ২ লাখ টাকা লুট হওয়ার দাবি করেছে ভুক্তভোগী পরিবার। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার মোহাম্মদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার দিন ছিল নবদম্পতির বাসররাত।

রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী কমিশনার (এসি) জামাল উদ্দিন ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ। এ সময় ডাকাতদের ফেলে যাওয়া একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।

ভুক্তভোগী বর আরিফুল ইসলাম বলেন, শনিবার আমার বিয়ের অনুষ্ঠান শেষে বউ নিয়ে রাত একটার দিকে ঘরে আসি। কিছুক্ষণ পর একটি হায়েস গাড়িতে করে ৮ থেকে ১০ লোক ডিবি পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে তল্লাশি শুরু করে। তাদের মুখে মাস্কপরা ছিল। হাতে ছিল অস্ত্র।

তিনি বলেন, তারা ঘরে থাকা আমার নতুন বউ, আমার মা এবং বিয়েতে আসা নারী অতিথিদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় আলমারিতে রাখা নতুন বউয়ের ৬ ভরি ও আমার মায়ের ৪ ভরি স্বর্ণসহ অতিথিদের কানের দুল, আংটি, মোবাইল ফোন, উপহার সামগ্রীসহ নগদ দুই লাখ টাকা নিয়ে যায়।

আরিফুল ইসলামের ছোটভাই মোহাম্মদ আলমগীর বলেন, ঘটনার সময় পুলিশ আমাদের বাড়ির কাছেই ছিল। ডাকাতদের সঙ্গে মুখোমুখি অবস্থায়ও তারা কিছু করেনি। ডাকাতরা অস্ত্র তাক করলে পুলিশ পিছিয়ে যায়। পরে আমরা নিজেরাই প্রাইভেটকারে তাদের পিছু নিই কিন্তু তারা শান্তিরহাট হয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতদের কয়েকজন আগে থেকেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে সাদা গেঞ্জি ও জিন্স প্যান্ট পরা ওই ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং একটি অস্ত্র, তিন রাউন্ড গুলি উদ্ধারসহ বিভিন্ন আলামত জব্দ করেছে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং থানায় মামলা প্রক্রিয়াধীন।

  • ডাকাত
  • বাসরঘর
  • লুট
  • স্বর্ণালঙ্কার
  • হানা
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।