অবিশ্বাস্য যাত্রা শেষে বিশ্বকাপের টিকিট পেল ঘানা

Featured Image
PC Timer Logo
Main Logo

এবারের আফ্রিকান কাপ অফ নেশনসের মূল পর্বেই জায়গা করে নিতে পারেননি তারা। নিজেদের ইতিহাসে এরকম খারাপ সময় নিকট অতীতে দেখেনি ঘানা। সেই ঘানাই ঘুরে দাঁড়াল দুর্দান্তভাবে। আলজেরিয়া, মিশর, মরক্কো ও তিউনিসিয়ার পর ৫ম দেশ হিসেবে আফ্রিকান অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট পেল ঘানা।

গ্রুপ আইতে শুরু থেকেই দারুণ ফর্মে ছিল ঘানা। কমোরসের বিপক্ষে জিতলেই নিশ্চিত হবে বিশ্বকাপে খেলা, এই সমীকরণ মাথায় নিয়েই মাঠে নেমেছিল ঘানা। এই ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে ব্ল্যাক স্টাররা। আর এতেই গ্রুপের শীর্ষে থেকে আগামী বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে গেল ঘানা।

২০০৬ সালে প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল ঘানা। সেবার শেষ ১৬ তে পৌঁছে গিয়ে রীতিমত হইচই ফেলে দিয়েছিলেন তারা।

এরপর ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ঘানা। ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিলেন তারা। মাঝে ২০১৮ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি আফ্রিকার এই দেশটি।

আফ্রিকার মোট নয়টি গ্রুপের মধ্যে এখনো চারটি গ্রুপের ভাগ্য নির্ধারণ বাকি আছে। আজ রাতে ইতিহাস গড়তে পারে কেপ ভার্দে। এসওয়াতিনিকে হারাতে পারলে তারা প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।