হাত-পা বেঁধে ডাকাতি, বাধা দেওয়ায় বৃদ্ধকে হত্যা – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

বগুড়ায় ডাকাতির সময় বিমোলা পদ্দার (৬৫) নামের এক বৃদ্ধকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে দুপচাঁচিয়ার তালোড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তালোড়া বাজারের মৃত রাধেশ্যাম পদ্দারের পাঁচ ছেলে-মেয়ে পরিবারে খৈল-ভুসির ব্যবসা করতেন। তাদের কেউই বিবাহিত নন। দুইতলা বাড়িটির নিচতলায় দোকান ও গুদামঘর, উপরের তলায় তারা বসবাস করতেন। বৃহ্স্পতিবার দিবাগত রাতে ৫ থেকে ৭ জন মুখোশধারী ডাকাত ছাদ দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারপর পরিবারের সদস্যদের হা-পা বেঁধে ডাকাতির চেষ্টা করে। এক পর্যায়ে বাধা দেওয়ায় বিমোল পোদ্দারকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর বাড়ি থেকে প্রায় সাত লাখ টাকা লুট করে পালিয়ে যায় মুখোশধারীরা।

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। একাধিক দল ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে। জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।

  • ডাকাতি
  • বাধা
  • বৃদ্ধ
  • হত্যা
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।