গত কয়েক সপ্তাহে দুই দেশের সংঘাত পৌঁছে গেছে চূড়ান্তে। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের খানিকটা বিরতি এসেছিল গত সপ্তাহে। তবে সেই চুক্তি ভেঙে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান। আর এতেই নতুন করে দেখা দিয়েছে উত্তেজনা। গত রাতে পাকিস্তানের বিমান হামলায় নিহত হয়েছেন ৩ আফগান ক্রিকেটার। এই ঘটনায় আসন্ন পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ বাতিলের ঘোষণা দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড।
জানা গেছে, যুদ্ধবিরতি ভেঙে ১৭ অক্টোবর রাতে পাকিস্তান বিমানবাহিনী কান্দাহারের স্পিন বোলদাক জেলার আবাসিক এলাকায় হামলা চালায়। স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ বলছে, এই হামলায় ৩ ক্রিকেটারসহ কমপক্ষে ১০ আফগানি নাগরিক নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই ছিলেন নারী ও শিশু।
নিহতের মধ্যে রয়েছেন পাকতিকা প্রদেশের উরগুন জেলার তিন ক্রিকেটার — কবির, সিবগাতুল্লাহ এবং হারুন। তারা প্রাদেশিক রাজধানী শারানায় একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে উরগুনে একটি স্থানীয় জমায়েতে অংশ নেন। সেখানেই ঘটে এই ভয়াবহ হামলা।
তিন ক্রিকেটারের এমন অকাল মৃত্যুতে ক্ষুব্ধ আফগান ক্রিকেট বোর্ড। এসিবি এক বিবৃতিতে এই হামলাকে ‘কাপুরুষোচিত ও মানবতাবিরোধী’ বলে আখ্যা দিয়ে নিহতদের স্মরণে সিরিজটি বাতিলের সিদ্ধান্ত নেয়।
আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘আমাদের খেলোয়াড়, নাগরিক ও ক্রীড়া সম্প্রদায়ের ওপর এই আক্রমণ অকল্পনীয়। শ্রদ্ধা ও প্রতিবাদের প্রতীক হিসেবেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
আগামী নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তান, আফগানিস্তান ও আরব আমিরাতের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ।