ব্যাটিংয়ে নেমে সমর্থকদের মন ভরাতে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২০৮ রানের পুঁজি নিয়েই ফিল্ডিংয়ে নেমেছিল মেহেদি হাসান মিরাজের দল। তবে রিশাদ হোসেনের অবিশ্বাস্য এক বোলিং স্পেল বাংলাদেশকে এনে দিল স্বস্তির এক জয়। রিশাদের রেকর্ড গড়া ফাইফারে মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।
২০৮ রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ব্র্যান্ডন কিং ও অ্যালিক আথানাজ তোলেন ৫১ রান। তখন মনে হচ্ছিল সহজ জয়ের দিকেই এগিয়ে যাবে ক্যারিবিয়ানরা।
কিন্তু তখনই আক্রমণে এসে ম্যাচের গতিপথ পালটে দেন রিশাদ। আথানাজকে ২৭ রানে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন রিশাদ। কিং ও তিনে নামা কার্টি নতুন করে জুটি গড়ার চেষ্টা করেছিলেন।
সেই চেষ্টা বিফলে যায় রিশাদের কল্যাণেই। কার্টিকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন তিনি। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ক্যারিবিয়ান ব্যাটিং লাইনআপ। দলের মাত্র চারজন ব্যাটার ছুঁয়েছেন দুই অংক।
মিডল ও লোয়ার মিডল অর্ডারকে একাই ধসিয়ে দিয়েছেন রিশাদ। প্রথম বাংলাদেশি স্পিনার হিসেবে ওয়ানডেতে ফাইফার নিয়ে নতুন রেকর্ড গড়েন তিনি। শেষ পর্যন্ত ৩৫ রানে ৬ উইকেট নিয়ে জয়ের নায়ক রিশাদই।
শেষ পর্যন্ত ৩৯তম ওভারে ১৩৩ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। আগামী ২১ অক্টোবর দ্বিতীয় ম্যাচে এই মিরপুরেই মুখোমুখি হবে দুই দল।