মা হচ্ছেন পরিণীতি, ভর্তি হাসপাতালে

Featured Image
PC Timer Logo
Main Logo

গেল আগস্টেই মা হওয়ার খবর জানিয়েছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগীদের সুখবর জানানোর পর সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি পরিণীতিকে। সন্তান আসার অপেক্ষায় যেন দিন গুনছেন পরণীতি ও রাঘব চাড্ডা দম্পতি। জানা গেছে, সন্তান আসার আগেই স্বামীর সঙ্গে মুম্বাই ছেড়ে দিল্লিতে উড়ে গিয়েছেন অভিনেত্রী। সেখানেই নাকি ভূমিষ্ঠ হবে রাঘব-পরিণীতির সন্তান। শুধু তাই নয় এইসময় স্ত্রীর যাতে যত্নে কোনও খামতি না হয় সেই জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন রাঘব। আর সেসব ভেবেই নাকি দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে পরিণীতিকে।

এদিকে তারকাদম্পতির এক ঘনিষ্ঠ সূত্র ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন, পরিণীতিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যে কোনও সময়ে সন্তানের আগমন হতে পারে। তবে পরিণীতি বা রাঘবের তরফ থেকে এই সংক্রান্ত কোনও বিবৃতি এখনও প্রকাশ পায়নি।

প্রসঙ্গত, গেল আগস্ট মাসে ইন্সটাগ্রামে একটি কেকের ছবি পোস্ট করেছিলেন পরিণীতি ও রাঘব। তাতে লেখা ছিল ১+১=৩। সঙ্গে ক্যাপশনে লিখেছিলেন, ‘আসছে আমাদের ছোট্ট পৃথিবী। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করতে পারব না।’ এছাড়া দু’জনের একসঙ্গে পথচলার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী।

উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী পরিণীতি চোপড়ার। রাজস্থানের উদয়পুরে ঘটা করে হয়েছিল বিয়ের অনুষ্ঠান। যদিও বিয়ের পরে আর অভিনয় করতে দেখা যায়নি অভিনেত্রীকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।