এক বছর পর হ্যাটট্রিকে মেসির যত রেকর্ড

Featured Image
PC Timer Logo
Main Logo

মৌসুমজুড়েই ছিলেন অবিশ্বাস্য ফর্মে। মেজর সকার লিগের এবারের মৌসুমের শেষটা দুর্দান্তভাবেই করলেন লিওনেল মেসি। নাশভিল এফসির বিপক্ষে চোখ ধাঁধানো এক হ্যাটট্রিকে নতুন ইতিহাস গড়েই এবারের মৌসুমের ইতি টানলেন লিও। তার হ্যাটট্রিকের সুবাদেই শেষ ম্যাচে নাশভিলকে ৫-২ ব্যবধানে হারিয়েছে মায়ামি।

নাশভিলের মাঠে ম্যাচের শুরু থেকেই ছিল মেসির দাপট। ৩৪ মিনিটের মাথায় গোল করে মায়ামিকে লিড এনে দেন আর্জেন্টাইন অধিনায়ক। এরপর অবশ্য বিরতির আগে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে মায়ামি।

বিরতির পর সেই মেসিই ম্যাচে ফেরান মায়ামিকে। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মায়ামিকে সমতায় ফেরান মেসি। ৮১ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৫-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।

নিজের ক্যারিয়ারে এই নিয়ে ৬০ম হ্যাটট্রিকের দেখা পেলেন মেসি। গত বছরের ১৯ অক্টোবর মেজর সকার লিগেই সবশেষ হ্যাটট্রিকের দেখা পেয়েছিলেন মেসি।

এই হ্যাটট্রিকে এবারের লিগে ২৮ ম্যাচে ২৯ গোল করে মৌসুমের সর্বোচ্চ গোলদাতা বনে গেলেন মেসি। এবারের গোল্ডেন বুটও উঠছে তার হাতেই। এবারের মৌসুমে মেসির অ্যাসিস্ট ১৯টি।

আজকের জয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় হয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্স শেষ করলো মায়ামি। আগামী সপ্তাহ থেকে শুরু হবে প্লে-অফ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।