
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে পারুল বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যায় জড়িত থাকার অভিযোগে নিহতের পুত্রবধূ লিলি আক্তারকে (২৭) আটক করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) রাতে উপজেলার পৌরশহরের আসাদনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারুল বেগম ওই এলাকার আব্দুল ওয়াহিদ মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিয়ের পর থেকেই বৃদ্ধা পারুল বেগমের সঙ্গে ছেলের বউ লিলি আক্তারের পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। রোববার রাতে লিপি তার মেয়েকে পড়ানোর সময় শাশুড়ি পারুল বেগমের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লিপি তার শাশুড়ির হাতে থাকা হাতুড়ি ছিনিয়ে নিয়ে শাশুড়ির মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে পারুল বেগম ঘটনাস্থলেই মারা যায়। পরে তার মরদেহ ঘর থেকে বের করে দরজার সামনে রেখে লিপি চিৎকার করে বলে তার শাশুড়িকে বহিরাগত লোকজন মেরে ফেলে চলে যায়।
বাঞ্ছারামপুর থানার ওসি হাসান জামিল খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরহেদ উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুত্রবধূ লিপি আক্তারকে আটক করলে সে হত্যার কথা স্বীকার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।