এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছিলেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার জেমস ফকনার, তবে অজি এই অলরাউন্ডার টুর্নামেন্টের মাঝপথেই পারিশ্রমিক ইস্যুতে পিসিবির উপর মিথ্যাচারের অভিযোগ তুলে সরে দাঁড়ান।

পিএসএল 2023 আফ্রিদির প্রতিক্রিয়া

অভিযোগের প্রতিবাদে জেমস ফকনারকে পিএসএল থেকেই নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), এবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিও। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, এভাবে ভিত্তিহীন অভিযোগ করে পাকিস্তান ক্রিকেটকে তিনি কাউকে কলঙ্কিত করতে দেবেন না।

পারিশ্রমিক নিয়ে পিসিবির উপর অভিযোগ এনে এক টুইট বার্তায় জেমস ফকনার বলেন, “পাকিস্তানি ক্রিকেট সমর্থকদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, দুর্ভাগ্যবশত শেষ ২ ম্যাচ থেকে আমাকে সরে দাঁড়াতে হলো।”

কারণ হিসেবে ফকনার বলেন, “আমার পারিশ্রমিকের ব্যাপারে যে চুক্তি হয়েছিল পিসিবি সেটাকে সম্মান করেনি। আমি পুরো টুর্নামেন্ট খেলার জন্যই এসেছিলাম, কিন্তু তারা মিথ্যাচার করে গেছেন।”

ফকনারের অভিযোগের বিষয়ে প্রতিবাদ জানিয়ে টুইট বার্তায় আফ্রিদি বলেন, “হতাশ হয়েছি ফকনারের বক্তব্যে। পাকিস্তানের আতিথেয়তা, ব্যবস্থাপনার বিরুদ্ধেও ভিত্তিহীন অভিযোগ করছে। আমরা প্রত্যেককে যথাযোগ্য সম্মান দিয়ে থাকি। কখনও আমাদের পারিশ্রমিক দিতে বিলম্ব হয়নি। কাউকে এভাবে পাকিস্তান ক্রিকেট এবং পিএসএলকে কলঙ্কিত করতে দেব না।”

আরো পড়ুনঃ

জেমস ফকনার এবারের পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ৬ ম্যাচ খেলেছেন, যেখানে ব্যাট হাতে ৪৯ গড়ে করেছেন ৪৯ রান। বল হাতে ৩২.৬৬ গড়ে নিয়েছেন ৬ উইকেট, সেরা বোলিং ৪৭ রান দিয়ে ২ উইকেট।