কক্সবাজারের টেকনাফে লবণ ভর্তি একটি ট্রাক থেকে ৩২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে সাবরাং ইউনিয়নের ডেইল্যা বিল এলাকায় ট্রাকটিতে তল্লাশি চালানো হয়।
আটককৃতরা হলেন দিলদার (৪৫) ও মো. তৌহিদুল আলম (২৩)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ট্রাকটিকে আটক করেন। ট্রাকটি শাহপরীরদ্বীপ থেকে টেকনাফের দিকে আসছিল এবং পুলিশ সিগন্যাল দেওয়ার পর ট্রাকটি থামানোর চেষ্টা করলে চালক ও সহকারী পালানোর চেষ্টা করেন।
পুলিশ আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, লবণের বস্তার নিচে সাদা প্লাস্টিকের বস্তার ভেতর ইয়াবা ট্যাবলেট রয়েছে। পরে ৩২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা জানিয়েছেন, ইয়াবা ট্যাবলেটগুলো চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন এবং এর পেছনে ছিলেন হোছন আহমদ (৩৫), যিনি দীর্ঘদিন ধরে এভাবে ইয়াবা পাচার করে আসছেন।
বাংলা নিউজ বিডি হাব/ জাকির হাসান