ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ০০:০৫
নারী ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে আয়োজক ও ‘তৌহিদি জনতা’র সংঘর্ষ।ছবি: বাংলানিউজবিডিহাব
দিনাজপুর: হিলিতে নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজনকে কেন্দ্র করে আয়োজক কমিটি ও তৌহিদি জনতার মুখোমুখি সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের বাওনা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে বাওনা অস্থায়ী ফুটবল মাঠে নারী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন স্থানীয়রা। এ সময় খেলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে আসেন তৌহিদি জনতা। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। কয়েকজন অভিযোগ করে বলেন, সংঘর্ষ চলাকালীন পুলিশের ভূমিকা ছিল নীরব।

নারী ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে আয়োজক ও ‘তৌহিদি জনতা’র সংঘর্ষ
হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নিয়ামত উল্লাহ বলেন, ‘সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমরা সংঘর্ষের সময় মাঠে ছিলাম। যার কারণে পরিস্থিতি শান্ত রয়েছে।’
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, ‘খেলা বন্ধকে কেন্দ্র করে সহিংসতা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে বলে জানান তিনি।
বাংলানিউজবিডিহাব/পিটিএম
আয়োজক
তৌহিদি জনতা
নারী ফুটবল টুর্নামেন্ট