ওয়াজ মাহফিলে মোবাইল ও সোনার গয়না চুরি, থানায় জিডির হিড়িক – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



যশোরে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিলে হাজার হাজার মানুষের মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। এ ঘটনায় গত তিন দিনে যশোর কোতোয়ালি থানায় শতাধিক সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এছাড়া স্বর্ণালংকার চুরির ঘটনায় ১টি মামলা হয়েছে।

ভুক্তভোগীরা যশোর কোতয়ালী থানায় একটি জিডি করেছেন। শনিবার রাতে যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুর রাজ্জাক জানান, গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিনদিনের মাহফিলে লাখো মানুষের সমাগম হয়। উৎসবে আসা অনেকেই মোবাইল ফোন হারিয়েছেন। এ ব্যাপারে ভুক্তভোগীরা থানায় এসে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ওসি আব্দুর রাজ্জাক আরও জানান, শনিবার পর্যন্ত ১২৬ জন জিডি করেছেন।

উল্লেখ্য, আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। শেষ দিন ছিল শুক্রবার। রাতে বিশিষ্ট ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী। এছাড়াও মাহফিলে বক্তব্য রাখেন মামুনুল হক, শায়খ আহমদুল্লাহ, আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী।

  • ওয়াজ-মাহফিল
  • চুরি
  • gd
  • থানা
  • মোবাইল
  • সোনার গয়না
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।