প্রতীকী ছবি
রাজশাহীর চারঘাটে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় চারঘাট-বাঘা মহাসড়কের বটতলায় এ ঘটনা ঘটে। আহত তোজাম্মেল হক উপজেলার পিরোজপুর গ্রামের মৃত আজাহার আলী প্রামানিকের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের নয় নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন বলে তার পরিবার নিশ্চিত করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই উপজেলার পিরোজপুর গ্রামের রুস্তম আলী নামে এক ব্যক্তির সঙ্গে একই এলাকার মামুনুর রশিদ নামে আরেক ব্যক্তির পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে কাকরামারী বাজারে রুস্তম আলীর সঙ্গে মামুন গ্রুপের কথা কাটাকাটি হয়। এ সময় তোজাম্মেল হক রুস্তম আলীর পক্ষ নিয়ে মামুন গ্রুপের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। পরে বাজারের লোকজন তাদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় কাকরামারী বাজার থেকে তোজাম্মেল হক চারঘাট-বাঘা মহাসড়কের বটতলায় পৌঁছালে প্রতিপক্ষ মামুন গ্রুপ তার পথ অবরোধ করে। পরে তোজাম্মেল হককে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রামেক থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
চারঘাট মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।