ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৫ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১৯:২৩
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ
ঠাকুরগাঁও: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচনের বিষয়টি নির্বাচন কমিশনের হাতে নয়, সরকারের হাতে। আমরা প্রধান উপদেষ্টার বক্তব্যে ধারণা পেয়েছি। তার নির্দেশে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো যদি স্বল্প সংস্কারের মাধ্যমে নির্বাচন চান, তাহলে ২০২৫ সালের শেষে। আর যদি সংস্কারের সুযোগ দেওয়া হয়, তাহলে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের আয়োজন করা সম্ভব।
তিনি আরও বলেন, ‘সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পরে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচন কবে হবে, এটা ঐক্যমতের বিষয়। প্রধান উপদেষ্টার নির্দেশে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।’
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মনঞ্জুরুল হাসান প্রমুখ।
বাংলানিউজবিডিহাব/এইচআই