
প্রতীকী ছবি
ডেমরা থানার সুলতানা কামাল ওভারব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আহসান হাবীব জানান, সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে ডেমরার সুলতানা কামালকে ওভারব্রিজের নিচে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। সিআইডি ক্রাইমকে জানানো হয়েছে। আঙুলের ছাপের মাধ্যমে নিহতের নাম ও পরিচয় শনাক্ত করা যাবে।